ব্রিটিনি নামে ২৩ বছরের এক তরুণী ১৪ বছরের এক কিশোরকে ধ'র্ষণের অ'ভিযোগ আট'ক হয়েছেন। এ ঘটনায় ওই তরুণী অন্তঃস'ত্ত্বা হয়েছেন বলে জানা গেছে।








সম্প্রতি ঘটনাটি ঘটেছে মা'র্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসের প্যারাগোল্ডে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের সেপ্টেম্বরে আরকানসাসের প্যারাগোল্ডে ওই কিশোরকে যৌ'ন নি'র্যাতনের অ'ভিযোগ পাওয়া যায় ব্রিটনি গ্রে'র বিরু'দ্ধে। পরে গত সোমবার ব্রিটনির বিরু'দ্ধে যৌ'ন নি'র্যাতনের অ'ভিযোগ আনা হয়।
এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, ব্রিটনি গ্রে'র গ'র্ভে ওই কিশোরের সন্তান। ওই তরুণী যখন হাসপাতালে যান মেডিক্যাল টেস্টের জন্য তখন কিশোরকে স'ঙ্গে নিয়ে যান। ওই হাসপাতালেই নিশ্চিত হন ওই তরুণী অন্তঃস'ত্ত্বা।








টেলিভিশন চ্যানেল কেএআইটির দেখা কোর্টের নথিগু'লোতে বলা হয়েছে, অ'ভিযুক্ত তরুণী এবং কিশোরকে একস'ঙ্গে হাসপাতালে যাওয়ার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে আরো এক ব্যক্তি গ্রে'র বিরু'দ্ধে পুলিশে নালিশ করেন।
তিনি বলেন, অ’প্রা'প্ত বয়স্ক ওই কিশোরকে যৌ'ন নি'র্যাতন করেছেন তরুণী। তবে এ বি'ষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, তার বিরু'দ্ধে প্রাথমিক পর্যায়ের যৌ'ন নি'র্যাতনের অ'ভিযোগ আনা হয়েছে। বর্তমানে অ'ভিযুক্ত তরুণী স্থানীয় গ্রিন কাউন্টি ডিটেনশন সেন্টারে আট'ক রয়েছেন।







