বাসায় আগু'ন লাগলে প্রাথমিক করণীয়গু'লো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে ধানমণ্ডিতে নিজের বাসায় ফা’য়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন।








এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মক'র্তা শরীফ মাহমুদ অ’পু। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মক'র্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়।
ফা’য়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল এ মহড়া পরিচালনা করে। ২ ঘণ্টা সময়ের মহড়ায় বহনযোগ্য অ'গ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগু'ন লাগলে আগু'ন নেভানোর প'দ্ধতি,








হাতেকলমে আগু'ন নেভানোর বিভিন্ন প'দ্ধতিসহ ফায়ার সচেতনতা প্র'শিক্ষণ দেওয়া হয়। প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে এ সময় মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন কামাল।