জুতাগু'লো এক মিনিটেরও কম সময়ে বিক্রি হয়েছে। প্রতি জোড়ার দাম এক হাজার ১৮ ডলার যা বাংলাদেশি টাকায় ৮৫ হাজার টাকারও বেশি। সোমবার (২৯ মা'র্চ) অনলাইনে জুতাগু'লো বিক্রি হয়েছে। অ্যাথলেটিক জুতা নির্মাতা ও বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি ইনকর্পোরেটেড সোমবার (২৯ মা'র্চ) নিউইয়র্কভিত্তিক কোম্পানি ‘এমএসসিএইচএফ’ এর বিরু'দ্ধে মা'মলা দায়ের করেছে।








মা'মলার অ'ভিযোগে বলা হয়েছে, এমএসসিএইচএফের তৈরি ‘শয়তানের জুতা’য় নাইকির নিজস্ব ট্রে'ডমা'র্ক ব্যবহার করা হয়েছে। লোগো পাল্টে দেয়া হয়েছে কালো ও লাল রঙে। এছাড়া জুতাটির ওপরে রয়েছে শয়তান পূজারীদের অন্যতম প্রতীক- পেন্টাকল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নাইকির ‘এয়ার ম্যাক্স নাইনটি সেভেন’ স্নিকারের আদলে তৈরি জুতাটির সোলে ব্যবহৃত হয়েছে ‘এক ফোঁটা মানুষের র'ক্ত’। একটি ওয়েবসাইটে বলা হয়েছে, জুতাটির কেবল ৬৬৬ জোড়া সীমিত সংস্করণ রয়েছে।








একটি জুতার পেছনে লেখা আছে ‘এমএসসিএইচএফ’ এবং অন্যটিতে লেখা ‘লিল ন্যাস এক্স’। অবশ্য মডেল এবং গ্র্যামি বিজেতা র্যাপার লিটল ন্যাস এক্সের বিরু'দ্ধে কোন পদ'ক্ষেপ নেয়নি নাইকি।বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর 'হতে জানা যায় যে, জুতাগু'লো এক মিনিটেরও কম সময়ে বিক্রি হয়েছে। প্রতি জোড়ার দাম এক হাজার ১৮ ডলার যা বাংলাদেশি টাকায় ৮৫ হাজার টাকারও বেশি।
নিউইয়র্কের ফেডারেল আ'দালতে দায়ের করা মা'মলায় নাইকি বলেছে, ‘এই জুতা নাইকির ‘অনুমোদন ছাড়া’ তৈরি করা হয়েছে এবং কোম্পানিটি কোনোভাবেই এই প্রকল্পের সাথে যুক্ত ছিল না।’মা'মলায় আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যেই বাজারে নাইকির বিরু'দ্ধে উল্লেখযোগ্য বিভ্রা'ন্তি ছড়ানো হয়েছে। যার মধ্যে রয়েছে নাইকিকে বয়কট করার আহ্বান।’








নাইকি আ'দালতে অবিলম্বে ‘এমএসসিএইচএফ’ এর জুতার বাজারজাত বন্ধ করার আপিল করেছে এবং ক্ষ'তিপূরণ চাওয়ার জন্য বিচারকার্যে একটি জুরি বোর্ডকে অনুরোধ জানিয়েছে। তবে এ বি'ষয়ে মডেল লিল ন্যাস এক্স এবং এমএসসিএইচএফ-এর প্রতিনিধিদের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।