আলাস্কা এয়ারলাইনসের প্লেনে চেপে সিয়াটল থেকে ডেনভার যাচ্ছিল ২৪ বছরের আমেরিকান যুবক ল্যান্ডন গ্রিয়ের। তাকে ওই ফ্লাইটে মাস্ক পরতে বারংবার অনুরোধ করেন বিমান সেবিকা এবং অন্যান্য কর্মীরা। তবে তিনি তাতে পাত্তাই দেননি। উল্টে মাতাল ল্যান্ডন গ্রিয়ের নিজের সিটে প্রস্রাব করে দেন। খবর আজকালের।








অ'ভিযোগ রয়েছে, তিনি শুধু প্রস্রাবই করেননি বিমানকর্মীদের স'ঙ্গে নানাভাবে দুর্ব্যবহারও করেছেন। পরে এ ঘটনায় তার বিরু'দ্ধে আ'দালতে যায় আলাস্কা এয়ারলাইন্স। বলা হচ্ছে, আ'দালতে ল্যান্ডন গ্রিয়ের দোষী সাব্যস্ত হলে ২০ বছর শ্রীঘরে কা'টাতে হবে তাকে। এরই মধ্যে সমস্ত অ'ভিযোগ দায়ের হয়েছে ডেনভারের দায়রা আ'দালতে।








বি'ষয়টি নিয়ে গ্রে'ফতার হওয়ার পর ল্যান্ডন গ্রিয়ের জানায়, ফ্লাইটে ওঠার আগে অনেক ম'দপান করেছিল সে। চারটা বিয়ার এবং সেই স'ঙ্গে হুইস্কির দুটো ‘শট’।ল্যান্ডনের দাবি, অ’পকর্ম করার সময় হুঁশে ছিলেন না তিনি। এমনকী বিমানকর্মীর গায়ে হাত তোলার কথাও মনে নেই তার। যা হয়েছে তা নে'শার ঘোরে।