দুই বাংলার জনপ্রিয় অ'ভিনেত্রী জয়া আহসানের বাগান করার খুব শখ। শত ব্যস্ততার মাঝে একটু অবসর পেলেই বাগান চর্চার কাজে লেগে পড়েন তিনি। তাদের ইস্কাটনের বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে প্রায় শতাধিক ফুল, ফল ও সবজির গাছ রয়েছে।








আজ শুক্রবার (১৯ মা'র্চ) দুপুরে সোশ্যাল মিডিয়ায় নিজের বাগান থেকে তোলা কালো টমেটোর ছবি ও ভিডিও শেয়ার করেছেন এই অ'ভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন- আমা'দের বারান্দার গাছ থেকে সদ্য তোলা কালো টমেটো।








এর আগে গত রবিবার জয়া তার নীলমণির একটি ভিডিও আপলোড দিয়েছিলো। সেখানে ক্যাপশনে লিখেছিলেন- অতঃপর বেলা'শেষে ফুলগু'লো সব ফুটল হেসে…আমা'দের ছাদবাগানের নীলমণি…। ভিডিওতে দেখা যায়, এই বসন্তে জয়ার নীলমণি লতায় ফুল ধরেছে। ডালপালাগু'লো ফুলে ফুলে ছেয়ে গেছে।








প্রস'ঙ্গত, জয়ার বাগানে চালকুমড়া, থাই বেগু'ন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামর'াঙা ও ভেষজ নানা রকম গাছ রয়েছে। এমনকি বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও আছে।