রবিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় জুবায়েদ ইসলাম সিয়াম নামের এক কিশোরের লা'শ উ'দ্ধার করেছে পুলিশ।








সিয়াম খিলগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে স'প্ত ম শ্রেণিতে পড়ত। পুলিশ তার লা'শ উ'দ্ধার করে ময়নাত'দন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর'্গে পাঠায়।








পরিবারের সদস্যরা জানান, সিয়াম মোবাইল ফোনে ওমানপ্রবাসী এক নারীর স'ঙ্গে নিয়মিত কথা বলত। এর সূত্র ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর স'ঙ্গে ঝগড়ার জের ধরে সে গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছে বলে তারা ধারণা করছেন।








পুলিশ তার লা'শ উ'দ্ধার করে ময়নাত'দন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর'্গে পাঠায়। খিলগাঁও থানার এসআই বদরুল আল-আমিন জানান, বাসার একটি কক্ষ থেকে সিয়ামের ঝুলন্ত লা'শ উ'দ্ধার করা হয়েছে। ময়নাত'দন্তের পর মৃ'ত্যুর প্রকৃত কারণ জানা যাব'ে।








সিয়ামের বাবা জাহিদ খান জানান, বন্ধুদের স'ঙ্গে বেড়াতে গিয়ে এক মেয়ের স'ঙ্গে পরিচয় হয়েছিল সিয়ামের। ওই মেয়ের স'ঙ্গে নিয়মিত কথা বলত সে। মেয়েটির আগেও একবার বিয়ে হয়েছিল। ওই মেয়ে এখন ওমানে থাকে। তাদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া 'হতো। ঝগড়ার জের ধরে সিয়াম আ'ত্মহ'ত্যা করেছে।
জাহিদ খান বলেন, সকালে সিয়ামের রুমের লাইট জ্বা'লানো দেখে দরজায় নক করি। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখি সে সিলিং ফ্যানের স'ঙ্গে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার লা'শ উ'দ্ধার করে।