প্রেমের গু'ঞ্জন উড়িয়ে দিলেন বিশ্বখ্যাত মা'র্কিন গায়িকা ও অ'ভিনেত্রী সেলেনা গোমেজ। বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। গান আর অ'ভিনয় দুটো নিয়েই ব্যস্ততা তাঁর।








ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবর, গত মাসে সেলেনা গোমেজ তাঁর ‘হুলু’ সিরিজ ‘অনলি মা'র্ডার্স ইন দ্য বিল্ডিং’-এর শুটিং করেন নিউইয়র্কে। সে সময় পাপারাজ্জিরা সহ-অ'ভিনেতা অ্যারন ডোমিংয়েজের স'ঙ্গে কিছু মুহূর্ত ক্যামেরাব'ন্দি করেন। এর পরেই গু'ঞ্জন চাউর হয়, অ্যারনের স'ঙ্গে প্রেম করছেন গোমেজ।








অবশেষে অ্যারনের স'ঙ্গে প্রেমের গু'ঞ্জন নিয়ে মুখ খুলেছেন সেলেনা গোমেজ। লস অ্যাঞ্জে'লেস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সেলেনা গোমেজ বলেন, ‘আমর'া সবে একস'ঙ্গে কাজ করা শুরু করেছি। আমি সত্যি ভাবি, অবাক হওয়ার কিছু নেই যে ছেলেরা আমা'র স'ঙ্গে ডেটে যেতে চায় না!








আমা'র মনে হয়, আমি বয়সে তরুণ বলেই কেবল লোকে আমা'র প্রতি আগ্রহ প্রকাশ করে। আর, বয়স যত বাড়বে, আমা'র প্রতি তাদের আগ্রহ তত কমতে থাকবে। এখনকার কথা বললে, এটা এমন একটা কাজের অংশ, যেটা আমি আসলে পছন্দ করি না। আমি সত্যি খুশি যে এ মুহূর্তে আমা'র কারও স'ঙ্গে সম্পর্ক নেই।’








ওই সাক্ষাৎকারে সেলেনা গোমেজ আরও জানান, চারপাশে এই ভিত্তিহীন গু'ঞ্জনের কারণেই তিনি তাঁর টিমকে বলেছেন, সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলতে।